নবাব সইফ আলি খান ও বেবো করিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গির আলি খানের জন্মদিন বলে কথা! নেটমাধ্যমে সকাল থেকে শুভেচ্ছায় ভাসছে সে। এক বছরে পা রাখল একরত্তি জেহ। মা করিনা কাপুর খান থেকে, পিসি সোহা আলি খান এবং সাবা আলি খানও একরত্তি জেহ-এর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
ভাইপোর এক বছরের ছবি পোস্ট করেছেন পিসি সাবা আলি খান। সেখানে দেখা গিয়েছে খেলা করতে ব্যস্ত একরত্তি জেহ। পাশাপাশি সইফ আলি খানের খুদে বয়সের ছবিও শেয়ার করেছেন সাবা। ক্যাপশনে লিখেছেন, “আমার জেহ জান.. ১ বছরে পূর্ণ করল!! ভালোবাসি তোমায়.. ভগবান তোমার মঙ্গল করুক। ওকে অনেকটা ওর আব্বার মতো দেখতে না?”
জেহ-এর ছবি দেখে একই কথা নেটিজেনেরও মুখে। আর হবে না-ই বা কেন! সেফ অমৃতার দুই পুত্র কন্যাও বাবার মুখের আদল পেয়েছে, জেহ আর টিমটিমও যে পাবে, তা বলাই বাহুল্য।
একরত্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এদিন একরত্তি জেহ-এর একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছোট পিসি সোহা আলি খান। ভিডিয়োতে জেহ-কে খেলার মেজাজে দেখা গিয়েছে।