অভিনয়ের সবকটি মাধ্যমে এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। একসঙ্গে দুটো মেগা ধারাবহিকে কাজ করছিলেন। একই ঘর ভাগ করতেন। প্রিয় ভাইকে নিয়ে স্মৃতিচারণ করলেন দাদা দুলাল লাহিড়ী। মোহর আর খড়কুড়ো-এই দুটো মেগা ধারাবাহিকে কাজ করছিলাম। কিন্তু সকলের অভিষেক আমার মিঠু। প্রায় ৪০-৪৫ বছর ধরে চিনি। সিনেমা, থিয়েটার, যাত্রা, তারপর মেগা ধারাবহিক-অর্থাৎ অভিনয়ের সব কটি মাধ্যমে একসঙ্গে কাজ করেছি।
তিনি বলেন, “আমার থেকে কত ছোট। এত তাড়াতাড়ি তো চলে যাওয়ার কথা ছিল না। সিনেমা ছাড়ার পর অনেক দিন কাজ করেনি। তারপর ফিরে এল মেগা ধারাবাহিক দিয়ে। সেখানেও অনেক কাজ একসঙ্গে করি। আজ ছোট ভাইয়ের মৃত্যু নিয়ে বলতে হচ্ছে। এটা আমার জন্য কতটা কষ্টকর বলে বোঝা নো যাবে না। বড়রা কেউ তেমন নেই, ছোট ভাইও চলে গেল।”
তিনি আরো বলেন, “কিন্ত এই বিষয়ে একটা কথা বলতেই হবে। নিজের উপর অত্যাচার করে চলে গেল মিঠু। ইন্ডাস্ট্রি থেকে যতটা পাওয়ার ছিল পায়নি। আক্ষেপ ছিল। নেশার মধ্যে সেই দুঃখ ভুলে থাকতে চেত। কতবার বারণ করেছি, কিন্তু শুনত না। নিজের উপর অত্যাচার করে, অভিমান নিয়ে চলে গেল সবার মিঠু। বড়দের সম্মান, ছোটদের ভালবাসত।”