মুখ্যমন্ত্রী তাঁকে টুইটারে ব্লক করেছেন। তার পর থেকেই নবান্ন-রাজভবন বিরোধ নয়া মাত্রায় পৌঁছে গিয়েছে। সংসদে ধনখড়কে সরানোর জন্য সওয়ালও করেছে তৃণমূল। এই প্রেক্ষিতে এ বার সাংবিধানিক বিষয় নিয়ে থমকে থাকা আলোচনা ফের শুরু করতে মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ধনখড়। চিঠি দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল।
ধনখড় মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘আপনার অবস্থানের জন্য গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে আমার উদ্যোগ ব্যর্থ হচ্ছে। যা সাংবিধানিক অচলাবস্থার পথে নিয়ে যেতে পারে।’ চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আগামী সপ্তাহে আপনার সুবিধামতো যে কোনও সময় রাজভবনে আসুন।’
তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, সদিচ্ছার অভাব আছে বলেই চিঠি লিখে টুইটারে দিয়ে প্ররোচনার রাজনীতি করতে হচ্ছে রাজ্যপালকে। তিনি বলছেন, ‘‘যা জানার ইচ্ছে তিনি তো টুইটারেই পোস্ট করতে পারেন!’’