প্রায়শই ইনস্টাগ্রামে পরিবারের সকলের ছবি পোস্ট করেন নবাবকন্যা সাবা আলি খান। কয়েকদিন আগে ভাইঝি সারা আলি খানের এক বছর বয়সের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি। নেটমাধ্যমেও হু হু করে ভাইরাল হয়েছিল সেই ছবি।
আর এবার স্মৃতির পাতা উলটে মা শর্মিলা ঠাকুর এবং দাদা সইফ আলি খানের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন সাবা আলি খান। শনিবার ইনস্টাগ্রামে তিনজনের লন্ডন ট্রিপের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে হলুদ শাড়ি পরে দেখা গিয়েছে। পাশে বসা ছেলে সইফ আলি খান। তাঁকে নীল রঙের শার্টের উপর বেইজ রঙের জ্যাকেটে দেখা মিলেছে। সাবাকে হালকা গোলাপি রঙের টপের উপর সাদা সোয়েটার পরে দেখা যায়। এক রেস্তোরাঁর টেবিলে বসে মা এবং দুই ছেলেমেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে সাবা লিখেছেন, ‘অতীত’।
ছবি দেখে মুগ্ধ নবাববেগম তথা অভিনেত্রী করিনা কাপুর খান। সইফ পত্নী কমেন্টে লেখেন, “তোমাদের সবাইকে দারুণ দেখাচ্ছে।” পাল্টা সাবা করিনার উদ্দেশ্যে হৃদয়ের ইমোজি কমেন্ট করেন। অনুরাগীরা ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।