সম্প্রতি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়েছে তৃণমূলের অন্দরে। বিলুপ্ত করা হয়েছে দলের সভাপতি ছাড়া সমস্ত পদ। আর এমন সময় বহরমপুরে পুরভোটের প্রচারে গিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং বলেন, ‘ ৬ মাস পর পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডে শুধু সিইও থাকবে আর কেউ থাকবে না। ১০ মার্চের পর থেকে ঠিক ৬ মাসের মধ্যে তৃণমূলে কোনো নেতা নেত্রী থাকবে না।’ তিনি বিজেপি সমর্থকদের উদ্দ্যেশ্যে আরও বলেন,’কেউ ভয়ে ভোট দিতে যাচ্ছে না। কিন্তু তাবলে ভোটটা ভাগ হতে দেবেন না। আগামী ১০ মার্চের পর গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটবে রাজ্যে।’ একই সঙ্গে তৃণমূলের পদ অবলুপ্তির তীব্র সমালোচনা করে ‘পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড ‘ বলে কটাক্ষও করেন তিনি।
চারটি পুরনিগমের ভোটে কার্যতই গোহারা হেরেছে বিজেপি। সবুজ ঝড়ে পুরসভা থেকে মুছে যেতে চলেছে গেরুয়া রং। এহেন অবস্থায় দাঁড়িয়ে অর্জুন সিংয়ের এহেন কটাক্ষকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ভাবতে নারাজ রাজনৈতিক বিশ্লেষক মহল।