আচমকাই বেঁকে গেছে মুখের একটি দিক। ঘটনাক্রমে তার আগের দিনই কোভিশিল্ডের ভ্যাকসিন নিয়েছিলেন হাওড়ার সলপের বছর ৪০ এর বাসিন্দা মানসী সামন্ত।
মানসীর স্বামী দীপঙ্কর সামন্ত বাবু জানিয়েছেন, এই ঘটনার পর মানসীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়, টিকার পার্শ্ব প্রতিক্রিয়াতেই ঘটেছে এই ঘটনা। কথা বলতে গেলেই চোয়াল বেঁকে, এক চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওই মহিলার। চিকিৎসা পরিভাষায় একে বলা হয়, ফ্যাসিয়াল পালসি।
চিকিৎসকরা জানিয়েছেন সপ্তম ক্রেনিয়াল নার্ভ আক্রান্ত হলেই মূলত এই ধরনের ফেসিয়াল মাসল দুর্বল হয়ে যায় বলে। তারা আরও বলেছেন, কয়েক লক্ষ মানুষের মধ্যে এক আধ জনকে এই সমস্যায় ভুগতে হয়।
তবে সামন্ত বাবু জানিয়েছেন, এই ঘটনার জন্য তিনি ভ্যাকসিনকে কোনোভাবেই দোষারোপ করেন না। করোনা ঠেকাতে গেলে টিকা নিতেই হবে। তবে ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকদের থেকে পরামর্শ নেওয়া আবশ্যক।
By Sukanya