‘দাদাগিরি’র সেট থেকে নিজের ছবি শেয়ার করে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন যে এই বছরের মত শেষ হতে চলেছে ‘দাদাগিরি’র পথ চলা। তবে তার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘দাদাগিরি’র একটি পর্বের নতুন ঝলক যা দেখে বেজায় চমকে গেছেন নেটিজেনরা। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হতে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল সরকারকে।
সেখানেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে নিজেরই সিনেমার একটি গানে কোমর দোলাতে দেখা গেছে অভিনেত্রীকে। যা দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন যে তারা ভাবতেও পারেননি অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে নাচতে সক্ষম হবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের সৌরভ গাঙ্গুলী। এদিন পায়েলের সঙ্গে সৌরভকে ‘দাদাগিরি’র মঞ্চে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘সাজনা’ গানে বলড্যান্স করতে দেখতে পেয়েছেন নেটিজেনরা। তারপরেই নানারকম হাসির কমেন্টে তারা ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।
এদিন নেট দুনিয়ার বাসিন্দারা জানিয়েছেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী মোটেও এসব পছন্দ করেছেন না, এবং অনেকেই নাচ ছেড়ে বাড়ি যাওয়ার উপদেশ দিয়েছেন তাদের প্রিয় দাদাকে। তবে তার মধ্যেই এদিন সৌরভকে ‘দাদাগিরি’র দশম সিজন নিয়ে খুব শীঘ্রই জি বাংলার মঞ্চে ফিরতে অনুরোধ করেছেন অনুগামীরা।