এই মুহূর্তে স্টার জলসার প্রথম সারির সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল গাঁটছড়া (Gantchora)। এই সিরিয়ালের নায়িকা খড়ির চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy) অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
এছাড়া তার বিপরীতে নায়ক ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কেও দারুন পছন্দ দর্শকদের। অন্যদিকে খড়ি আর ঋদ্ধির এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তাদের মধ্যে আরও বেশি দূরত্ব তৈরি করতে নতুন করে ষড়যন্ত্র করে রাহুল।
একদিকে খড়ির দশকর্মা ভান্ডারের দোকান তছনছ করে ঋদ্ধিকে খড়ির চোখে দোষী করে তোলে, অন্যদিকে ঋদ্ধির স্বপ্নের এক্সিবিশনের আগে আগুন লাগিয়ে সবটা নষ্ট করে খড়িকে দোষী করে তোলার চেষ্টা করে। কিন্তু ঋদ্ধি খড়িকে ভুল বোঝার পরিবর্তে তার কাছে গিয়ে সাহায্য চায়। এক্সিবিশনের মাত্র কয়েক ঘণ্টা আগে জোরকদমে ডেকরেশনের কাজ শুরু করে দেয় খড়ি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে খড়ি – ঋদ্ধির খুনসুটির নতুন প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে খড়ির কাজের মাঝে বারবার বকবক করায় ঋদ্ধির হাত আর মুখ বেঁধে দিচ্ছে খড়ি। বদমেজাজি ঋদ্ধিকে খড়ি যেভাবে জব্দ করেছে তা দেখে বেজায় খুশি দর্শকরাও।