রমজান মাস চলছে। মুসলিম ধর্মাবলম্বীরা নিয়ম মেনে রাখছেন রোজা। এরই মধ্যে রমজানের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল্ড হলেন অভিনেতা যশ দাশগুপ্ত। শুধু শুভেচ্ছাই যে জানিয়েছেন তা নয়, যশ পরেছিলেন ফেজ টুপিও। ক্যাপশনে লিখেছিলেন, ‘সবাইকে রমজানের মুবারক’। এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তোলেন যশের ধর্ম নিয়ে।
টেনে আনা হয় পার্টনার নুসরত জাহানকেও। মন্তব্য আসে, “নুসরতের সঙ্গে থেকে কি নিজের ধর্মও বদলে ফেলেছ”? এমনকি ছাড় পায়নি তাঁদের কয়েক মাসের সন্তানও। জন্মসূত্রে নুসরত মুসলিম হলেও বিভিন্ন হিন্দু আচার অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে বহুবার। তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বারেবারে বলেছেন, তিনি ভগবানের সন্তান।
এ নিয়ে ট্রোল থেকে বিভিন্ন সময়ে রেহাই পাননি নুসরতও। এবার রোষানলে যশ। তবে সবাই যে কটু মন্তব্য করেছেন এমনটা কিন্তু মোটেও নয়। এসেছে প্রতি শুভেচ্ছাও। নুসরতও রমজান উপলক্ষে শেয়ার করেছেন একটি পোস্ট। একই সঙ্গে জানিয়েছেন শুভেচ্ছাও।