২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা। বিয়ের আগেই গর্ভবতী ছিলেন অভিনেত্রী। বিয়ের পাঁচ মাসের মাথায়, নভেম্বর মাসে জন্ম হয় অভিনেত্রীর মেয়ে মেহেরের।
গত বছর অক্টোবর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। চলতি বছরের শুরুতেই ছেলের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ‘আ থার্সডে’-এর প্রস্তাব দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আগেই পেয়েছিলেন নেহা। নেহার জবানিতে, ‘দ্বিতীয়বার লকডাউনে ফের প্রায় সবকিছু বন্ধ হয়ে গেল।
শ্যুটিং তো বটেই। আমিও ওই সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তবে পরিচালককে নিজের এই অবস্থার কথা জানিয়ে বলেছিলাম যে সে এখনও আমাকে তাঁর ছবিতে নিতে চায় কি না? শোনামাত্রই বেহজাদের পাল্টা জবাব ছিল অবশ্যই নেব। এমন তো নয় যে মহিলা পুলিশকর্মীরা গর্ভধারণ করেন না। এরপর নানান দিক সামলে ঠিক আমাকে নিয়ে এবং আমার সুবিধামতো ছবির কাজ করিয়ে নিয়েছিল ও’।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে নেহা ধুপিয়া অভিনীত ‘আ থার্সডে’। এই সাসপেন্স-থ্রিলারে এক প্রেগন্যান্ট পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলেছে নেহার।