আজকালকার দিনে অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। চড়া দামে বিক্রি হয় ১ টাকা, ২ টাকা বা ৫ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন।
একটা কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন। তাহলে আর দেরি না করে পুরনো মানিব্যাগ বা লক্ষীর ভান্ডার থেকে কয়েন খুঁজতে শুরু করুন। বলা যায় না, কোন ২ টাকা বা ৫ টাকার কয়েন আপনাকে চোখের পলকে ধনী করে দিতে পারে। সম্প্রতি জানা গিয়েছে, আপনার কাছে যদি ১৯৯৪ সালের পুরনো ২ টাকার কয়েন থাকে তাহলে আপনিও নিমেষে বড়লোক হয়ে যেতে পারেন।
এই মুদ্রার পেছনে শুধু ভারতের পতাকা থাকতে হবে। এমন কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে অনলাইন ওয়েবসাইট Quikr বা olx এ বিক্রি করে আপনি এক্ষুনি ২ টাকার বদলে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন কি করে আপনি আপনার দুর্লভ কয়েন বিক্রি করতে পারবেন।