পেগাসাস ইস্যু যে নরেন্দ্র মোদী সরকারকে এই বাজেট অধিবেশনে একাধিক প্রশ্নের মুখে ফেলতে চলেছে, তা মমতা বুঝিয়ে দিয়েছেন নিজের কড়া টুইট দিয়েই। এমনটাই মত জাতীয় রাজনীতির কারবারিদের। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, তাঁরা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছেন। সরকার বড় বড় কথায় হারিয়ে গিয়েছে, কিছুই বোঝাতে পারেনি তারা। এটি পেগাসাস স্পিন বাজেট।’
মমতা ছাড়াও টুইট করে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। হিরের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়টিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘হিরে এই সরকারের পরম বন্ধু। বাকি কৃষক, মধ্যবিত্ত, দিন এনে দিন খাওয়া মানুষ ও বেকারদের জন্য প্রধানমন্ত্রী কিছুই করেননি।’
টুইটের পাশাপাশি, দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাজেট নিয়ে দলের বিস্তারিত অবস্থানের কথা জানাতে পারেন লোকসভার সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা।