আজকালকার আধুনিক জীবনে মানুষ নিজের অধিকতর সময় সোসিয়াল মিডিয়ার দিকে ঝুঁকে থাকে । কখনো ফেসবুক কখনও whatsapp ইত্যাদি
। এবং এই সোসিয়াল মিডিয়ার দৌলতে অনেক ছোটো শিল্পী নিজের প্রতিভা মানুষ জনের কাছে পৌঁছে দিতে পারছে ।
এরকমই সাম্প্রতিক কালে একটি ভিডিও ভাইরাল হয়। এবং সেই ভিডিও তে দেখা যাচ্ছিল একজন বয়স্ক মহিলা নিজে হারমোনিয়াম বাজিয়ে নিজের কোকিল কণ্ঠ গলায় গান গাইছিল । এবং তার এই গলা শুনে অনলাইন এ সকল দর্শক খুব মুগ্ধ।
আমরা ভিডিও তাতে দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক মহিলা সারি পরে হাথে হারমোনিয়াম নিয়ে এবং তার সঙ্গে তার সঙ্গে খালি গলায় সঙ্গী দিচ্ছেন একজন চুড়িদার পড়া মেয়ে । তাদের কে সঙ্গে দিচ্ছেন একজন টেবিল বাজিয়ে । তাদের এই যুগলবন্দী দেখে সকলেই খুব মুগ্ধ ।
ভিডিওটি ইউটিউব এর একটি ‘Anurag Entertainment’ নামক চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটির বর্তমান দর্শক ২.৯ মিলিয়ানের মতো।এই ভিডিওটিকে লাইক করেছেন প্রায় ২২ হাজার মানুষ এবং ভিডিওটিতে ৯৮১ টা মতোন কমেন্ট ও শত শত মানুষ শেয়ার করেছেন।
প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে এবং প্রতিভা কখনও বয়স এর বাধা মনে না।