গত ২৪ শে মার্চ ভোররাতে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিপাড়া। বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা তার সহ-অভিনেতা অভিনেত্রী এবং শুভাকাঙ্খীরা প্রত্যেকেই বলেছিলেন বারবার করে চিকিৎসা করাতে ডাক্তার দেখাতে কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। নিয়মিত শুটিং চালিয়ে গিয়েছেন। আর গত ২৪ শে মার্চ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতার।
রবিবার প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী আত্মার শান্তি কামনার জন্য অনুষ্ঠিত হয়েছিল শ্রাদ্ধানুষ্ঠান। ঘরের মাঝে বিশাল আকৃতির এক সাদাকালো ছবি রাখা হয়েছিল অভিনেতা এবং তাতে সাজানো ছিল অসংখ্য রজনীগন্ধার মালা এবং সেই ঘরেই সাজানো ছিল অভিনেতার বিভিন্ন বয়সের একটি করে ছবি। তার ছবির সামনে শ্রাদ্ধানুষ্ঠান এর ব্যবস্থা করা হয়েছিল।
এইদিন অভিষেকের শ্রাদ্ধানুষ্ঠানের কাজে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা অনুষ্ঠানে দেখা গিয়েছে কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণি সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী দের। ওই শ্রাদ্ধানুষ্ঠানের প্রত্যেকেই সাদা এবং কালো রংয়ের পোশাক পড়ে এসেছিলেন।