বলিউডের (Bollywood) ছবির ভিড়ে থাবা বসিয়ে ভালোই সাফল্য পেয়েছে পুষ্পা, আরআরআর থেকে কেজিএফ ২ এর মত একাধিক ছবি। তবে এরই মধ্যে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন মহেশ বাবু (Mahesh Babu)।
মহেশ বাবু নিজের ‘মেজর (Major)’ ছবির প্রচারে মন্তব্য করেন, ‘আমার মতে বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর ক্ষমতা নেই। সেই জন্যই আমি সময় নষ্টও করতে চাই না’।
নেটিজেনদের একাংশ এই মন্তব্য নিয়ে নিন্দা করেছেন তো কেউ আবার সমর্থন করেছেন।এবার মহেশ বাবুর বলিউডে নিয়ে বিতর্কিত মন্তব্যে সায় দিলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সত্যিই মহেশ বাবুকে নিয়ে কাজ করতে পারবে না বলিউড ইন্ডাস্ট্রি, এমনটাই জানালেন অভিনেত্রী।
এদিন অভিনেত্রী জানান, ‘মহেশ বাবু ঠিকই বলেছেন। বলিউডের সামর্থ্য নেই তাকে নিয়ে কাজ করার। আমি জানি যে অনেক বলিউডের পরিচালকেরাই তাকে ছবির জন্য প্রস্তাব দিয়েছেন।
আর দক্ষিণী অভিনেতারা বিগত কয়েক প্রজন্ম ধরে আজ তেলেগু ইন্ডাস্ট্রিকে ভারতের ১ নাম্বার ফিল্ম ইন্ডাস্ট্রি করে তুলেছে’।যদি তিনি ‘বলিউডের সামর্থ্য নেই’ বলেও থাকেন তাহলে যেটা বলেছেন সেটা ভুল কিছু না।