কোমর বেঁধে ময়দানে ১০ ফ্রাঞ্চাইসি। এই নিলামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করছে শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খান।
গত বছরের শেষে মাদক বিতর্কে নাম জড়ানো আরিয়ান প্রথমবার জনসমক্ষে এলেন জেল থেকে বাইরে আসবার পর। তবে কেকেআরের যৌথ-কর্ণধার জুহি চাওয়ালা ও তাঁর মেয়ে জাহ্নবীও অংশ নিচ্ছেন এই নিলামে।
গত বছর অক্টোবরে গোয়াগামী এক ক্রুজ থেকে এনসিবির হাতে গ্রেফতার হন আরিয়ান খান। প্রায় মাসভর জেলবন্দি থাকবার পর বম্বে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় শাহরুখ পুত্র।
অক্টোবরের শেষে জামিনে মুক্তি পাওয়ার পর বার কয়েক এনসিবি দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে আরিয়ানকে, ব্যাস ওইটুকুই। এর বাইরে মন্নত ছেড়ে বার হননি আরিয়ান। কিন্তু এদিন বাবা, শাহরুখ খানের দল গড়তে অগ্রণী ভূমিকা পালন করছেন।