টালিগঞ্জের প্রথম সারির পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার ছিল এই পরিচালকের জন্মদিন। একদিকে তিনি পরিচালক অন্যদিকে আবার তিনি বিধায়ক। তাই শত ব্যস্ততার মাঝেও জন্মদিন সেলিব্রেশান করলেন বন্ধুদের সাথে।
সল্টলেকের এক নামিদামী রেস্তোরা সেলিব্রেশান হল তাঁর জন্মদিন পার্টি। একের পর এক সারপ্রাইজ পেলেন তিনি। তবে স্পেশ্যাল সারপ্রাইজ পেলেন বউ এর কাছ থেকছ। শুভশ্রী মাইক ধরে লাইভ গান উপহার দিলেন বরকে। গিটার হাতে ধরা দিলেন শুভশ্রীর পাতানো দাদা জিত্ গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর গাওয়া ‘মন মাঝি রে’ শুনে মন্ত্রমুগ্ধ সকলে।
বার্থডে বয় এর পরণে ছিল কালো রঙা শার্ট এবং ব্লু ডেনিমে। শুভশ্রীর দেখা মিলল লাল শর্ট ড্রেসে। বেশ ভালো ভাবেই কাটল রাজের ৪৭ তম জন্মদিনের সেলিব্রেশান।
রাজের উদ্দেশে শুভশ্রীর বললেন, ‘আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালোবাসার জন্মদিন। তোমাকে আজকের দিনের অনেক শুভেচ্ছা জানাই প্রিয়। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থেকো। প্রার্থনা করি ভগবান তোমাকে সবকিছু দিক, যা তোমার চাওয়া, সবটা’।