মঙ্গলবারই দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। আবারও ফিরহাদ হাকিমকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা অনুযায়ী কলকাতার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানিয়েছেন ফিরহাদ। এদিকে, এদিনই নন্দীগ্রামে হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে কলকাতার মেয়রকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।
ফিরহাদকে বিঁধে শুভেন্দুর তোপ, ”জনগণের ভোটে নয় ছাপ্পাভোটে মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব।”