গতকাল আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে প্রচার চালাচ্ছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। শুধু ১০৩ নয়, ৯৩ নম্বর ওয়ার্ডের পার্থী দিনেশ সোনীর হয়েও প্রচার করেন তিনি। টোটো করে এলাকায় ঘুরে ঘুরেই পুরভোটের প্রচার সারছিলেন চন্দনা। সাথে ছিল বাবুল সুপ্রিয়ের গাওয়া ‘এই তৃণমূল আর নয়’ গানটি।
আসানসোলের বিজেপি সাংসদ থাকা কালীন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৃনমূলকে আক্রমন শানাতে এই গানটি লিখেছিলেন বাবুল। নিজেই গেয়েছিলেন গানটি। কিন্তু গত বছরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানের তৃণমূল নেতা বাবুল।তবে এবার রাণীগঞ্জ এবং কুলটির ঘটনাটিকে অনেকটাই হালকা ভাবে নিচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘শিল্পি যে।কোনো গান গাইতেই পারেন। ভবিষ্যতে আমি তৃণমূলের হয়েও গান গাইব।’