Priyanka Pal, DNI: ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন। আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “গত ৫ অগস্ট কেন্দ্রীয় সরকারের কাছে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করেছে সংস্থা। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ছাড়পত্র চাওয়া হয়েছে।”
আপাতত ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি ছাড়পত্র পেয়েছে। এই তিনটি টিকার সাহায্যে দেশে টিকাকরণ চলছে। এরপর যদি জনসন অ্যান্ড জনসনের টিকাও ছাড়পত্র পায়, তাহলে টিকাকরণের গতি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই নতুন কোনও টিকার অন্তর্ভুক্তি একান্ত প্রয়োজন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া শনিবার টুইট করে জানিয়েছেন, ” ভারত তার টিকাকরণের গতিপ্রকৃতি বৃদ্ধি করছে। ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার যে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন, তা অনুমোদিত হয়েছে। এবার করোনা মোকাবিলায় দৈনিক টিকাকরণের হারে আরও গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।”