কাপুর অ্যান্ড সনস–এ নিজের ম্যাজিক দেখানোর পর পরকীয়া ও ত্রিকোণ প্রেম নিয়ে ফিরে এসেছেন পরিচালক শকুন বাত্রা। ‘গেহেরাইয়া’ ট্রেলার মুক্তি পাওয়ার পরই এই ছবি নিয়ে অন্য এক মাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে। দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে রয়েছেন মুখ্য ভূমিকায়।
এক শহরের চার যুগলের বন্ধুত্ব, প্রেম, জীবন এই সব নিয়েই তৈরি শকুন বাত্রার ‘গেহেরাইয়া’, যা দর্শককে প্রাণ খুলে শ্বাস নেওয়া শেখাবে। ২ মিনিটের বেশি এই ট্রেলারে দেখা গিয়েছে, দীপিকা ও অনন্যা সম্পর্কে তুতো দুই বোন।
ট্রেলারে দেখা যায়, অনন্যা ডেটিং করছেন সিদ্ধান্তের সঙ্গে। অন্যদিকে দীপিকারও প্রেমিক রয়েছে। তবে দীপিকার সম্পর্কে সেই আগের স্পার্ক নেই। ক্রমেই দীপিকা জড়িয়ে পড়তে থাকেন সিদ্ধান্তের সঙ্গে।
এরপর পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতে থাকে। দীপিকা-সিদ্ধান্তের সম্পর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে থাকে অনন্যার কাছে। শেষ পর্যন্ত কোন অতলে নামবে এই ত্রিকোণ সম্পর্কের সমীকরণ তার হদিশ ছবি থেকেই মিলবে। কিন্তু ট্রেলার থেকে সেই কৌতূহল স্পষ্ট হয়ে ওঠে।