Priyanka Pal, DNI: অবশেষে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। গত পাঁচটি টি-২০ সিরিজে হারের পর আজ ভারতকে সাত উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল লঙ্কা ব্রিগেড। ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে জয়লাভ করল শ্রীলঙ্কা। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে।
অন্যদিকে ভারত টানা আটটা টি-২০ সিরিজ জয়ের পর অবশেষে হারের সম্মুখীন হল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে ভারত প্রথমে ব্যাট করে। মাত্র ৮১ রান করতে পেরেছিল ভারতীয় দল। স্কোরবোর্ড বলে দিচ্ছে যে ভারতের প্রায় প্রতিটি ব্যাটসম্যানই ক্রিজে এসেছেন আর ফিরে গিয়েছেন। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের ভরাডুবিতেই এই লজ্জার হার।
আসলে কোভিডের হানায় ছন্নছাড়া ভারতীয় দল (India Cricket Team)। গতকাল কোনওক্রমে প্রথম একাদশ সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কোনওক্রমে মান বাঁচান কুলদীপ যাদব। দলের সর্বোচ্চ স্কোরারও তিনি। তাঁর সংগ্রহ ২৩ রান। তিনি না থাকলে হয়তো আরও লজ্জায় পড়তে হত টিম ইন্ডিয়াকে। সাতে ব্যাট করতে নেমে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৬ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে দলটা শেষ হয়ে গেল ৮১ রানে। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা একাই তুলে নেন চার উইকেট। এবারের জন্মদিনটা হাসারঙ্গা বিশেষভাবে মনে রাখবেন।