টলিউডের প্রথমসারির অভিনেত্রী এখন আপাদমস্তক ঘরণী এবং জননী। তবে তাই বলে ক্যামেরায় মুখ দেখানো ভোলেননি তিনি। তার এই পরিবর্তন যাকে ঘিরে আলোরিত সে হল ছোট্ট খুদে ইউভান। হ্যাঁ কথা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে।
রাজঘরনী শুভশ্রীর সবটা জুড়ে রয়েছে রাজপুত্র ইউভান। জন্মের পরমুহুর্ত থেকেই সে সমানভাবে জায়গা করে নিয়েছে বাবা-মায়ের ফ্যানবেসে। নেটিজেনরাও ভালোবাসা উজার করে দিচ্ছে তাকে।
ইউভানের প্রথম হামা দেওয়া থেকে শুরু করে নিজে হাতে আম খাওয়া, কোনো দৃশ্যকেই মুহুর্তবন্দী করতে ছাড়ে না তার সেলিব্রিটি মা বাবা। আর এবার ইউভান একেবারে লিটিল সান্তা হয়ে উঠেছে।
এবার ক্রিসমাস উপলক্ষ্যে ইন্সটাগ্রামে একঝাঁক ছবি পোস্ট করল শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে লাল টুপি আর সান্তা পোশাকে রাজপুত্র ইউভান খেলতে ব্যস্ত। শুভশ্রীকেও সেখানে লাল পোশাকেই দেখা গিয়েছে। সাজানো ক্রিসমাস ট্রিয়ের সামনে পোজ দিচ্ছেন মা-ছেলে। ছবি শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখেছে, “আমার সান্তা ইউভান।” বলাই বাহুল্য ইতিমধ্যেই দারুন ভাইরাল হয়েছে ছবিগুলি।