সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ৩১ জানুয়ারি। যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের বাজেট অধিবেশনের আগে দলের সাংসদদের নিয়ে আগামী বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ন’দিনের এই অধিবেশনে দিল্লিতে এবং সংসদ ভবনে তৃণমূলে সাংসদদের ভূমিকা কী হতে চলেছে, মূলত তা নিয়েই তৃণমূলনেত্রী ওই ভার্চুয়াল বৈঠকে আলোচনা করবেন বলে ধারণা।
এই অধিবেশনে বিরোধী হিসেবে কংগ্রেসের আর তৃণমূল সংসদে কী অবস্থান নিতে চলেছে সে দিকে নজর থাকবে নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইস্যুতে বিরোধিতা চলছে রাজ্যের। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজিকে নিয়ে তৈরি পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল হয়ে যাওয়ার মতো বিষয় রয়েছে।