স্টার জলসার একসময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’-র মুখ্য চরিত্র ‘পটল’-এর অভিনেত্রী ছিলেন হিয়া দে। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করলেও আজ সে কিশোরী। স্বভাবতই বয়ঃসন্ধির রং লেগেছে তার গায়েও। তাই বেশ রঙীন মেজাজের হয়ে উঠছে সে।
বর্তমানে স্টার জলসার ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে দিয়া। আর তার ফাঁকেই মাঝে মধ্যে রিল ভিডিওতে নজর কাড়ে হিয়া। সম্প্রতি আরও একবার শরীরী হিল্লোলে রিল ভিডিও করতে দেখা গেল তাকে।
কালো প্যান্ট, সাধারণ টি-শার্ট আর খোলা চুলে ‘পাবি পাবি’ গানে উদ্দাম নাচতে মগ্ন পটল ওরফে হিয়া। তাঁর নাচে কোনও খুঁত না থাকলেও ছোট শিশুশিল্পীর এহেন বাড়বাড়ন্ত ভালো চোখে দেখছেন না অনেকেই।
ফলতঃ, কমেন্ট বাক্সে অধিকাংশই নেগেটিভ মন্তব্যের ছড়াছড়ি। হাসির ইমোজি, বমির ইমোজি ব্যবহার করে তাকে উত্যক্ত করার চেষ্টা করছে বহু নেটিজেন। তবে তাতে বিশেষ কিছু যায় আসে না হিয়ার। ভালো কমেন্ট যারা করেছেন তাদের উত্তর দিতেই ব্যস্ত সে।