PSC Clerkship: ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ 2019: বিতর্কের জেরে ফল প্রত্যাহার পি এস সি’র।

0
70

কলকাতাঃ রেজাল্ট নিয়ে বিতর্কের জেরে ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ 2019 এর ফল প্রত্যাহার করে নিল পাবলিক সার্ভিস কমিশন (পি এস সি)।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতি বারই পি এস সি এর পক্ষ থেকে ক্লার্কশিপ 2019 এর ফল প্রকাশ করা হয়। আর তার পরেই রেজাল্ট নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, মেরিট লিস্ট প্রকাশ করা হলেও তা অসম্পূর্ন। কারণ নাম প্রকাশ করা হলেও, নম্বর প্রকাশ করা হয়নি। অস্ব্চ্ছতার ও অভিযোগ করেন বিভিন্ন পরীক্ষার্থী। বিতর্কের জেরে রেজাল্ট প্রত্যাহার করে নেয় পি এস সি কর্তৃপক্ষ। শুক্রবার পি এস সির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সব খতিয়ে দেখে আবার নতুন ভাবে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষাতে অনিয়মের অভিযোগ বহুদিন ধরেই বিরোধী দলগুলি করে আসছে। এর আগে এসএসসি এবং প্রাইমারি টেট পরীক্ষাতেও বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং পরীক্ষার্থীদের পক্ষ থেকে। এখন এই ঘটনাও সেই তালিকায় নবতম সংযোজন হল কিনা, সেটাই দেখার বিষয়।

News by Gourab

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে