উত্তরপ্রদেশের রাজনীতি এখন উত্তাল। একের পর এক বিজেপির ওবিসি নেতা যখন দল ছেড়ে এসপি-তে যোগ দিয়েছেন, তখন অপর্ণা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। বিজেপির মুখপাত্রেরা কেউ এ নিয়ে মুখ খুলতে চাইছেন না। তবে সকলেরই বক্তব্য, অপর্ণা বিজেপিতে এলে তাঁকে স্বাগত জানানো হবে।
সামাজিক কাজকর্মে সক্রিয় অপর্ণা ২০১৭-তে এসপি-র হয়ে লখনউ ক্যান্টনমেন্ট আসনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু রীতা বহুগুণা জোশীর কাছে হেরে যান। গত বছর রামমন্দিরের জন্য ১১ লক্ষ টাকা দান করেছেন।
কে এই অপর্ণা? অপর্ণা মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। প্রতীক মুলায়মের দ্বিতীয় স্ত্রী সাধনা যাদবের প্রাক্তন স্বামীর সন্তান। মুলায়ম সাধনাকে বিয়ে করার পরে প্রতীককেও নিজের সন্তানের পরিচয় দেন