মুম্বইয়ের সিটি সিভিল কোর্টে প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন খান। সলমন খানের (Salman Khan) পানভেলের ফার্মহাউসের ভিতরে রয়েছে তারকাদের কবর। সেখানে নাকি শিশুপাচার চক্র চলে। এমনই কুরুচিকর মন্তব্য করেছেন তাঁর প্রতিবেশী কেতন কক্কর।
তবে সলমনের বিরুদ্ধে যে অভিযোগ তিনি এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও প্রমাণ তাঁর কাছে নেই। যদিও সলমনের পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে, কেতনের নথিপত্রে সমস্যা থাকাতেই নাকি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর থেকেই কেতন সলমনের নামে আপত্তিকর মন্তব্য করে চলেছেন। আদালতের দ্বারস্থ হয়ে এর প্রতিকার চান ভাইজান।
প্রবাসী ভারতীয় কেতন কক্কর অবসরের পর ভারতে থাকার পরিকল্পনা নিয়ে এসেছেন। সলমন খানের পানভেলের ফার্ম হাউসের পিছনে একটি জমি রয়েছে। কেতনের অভিযোগ ছিল, সেই জমিতে যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছেন সলমন। তখন থেকেই শুরু ঝামেলা।