বছর শেষে মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’র (jersey)। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে ছবির মুক্তির তারিখ। এই ছবির লুক প্রকাশের আগেই শাহিদ কাপুর প্রকাশ্যে আনলেন লুক। এই কীর্তির জন্য অবশ্য পরিচালকের কাছ থেকে ধমকও খেলেন অভিনেতা।
সোমবার ছিল পরিচালক আলি আব্বাস জাফরের (ali abbas zafar) জন্মদিন। এই পরিচালকের আগামী ছবিতে অভিনয় করছেন শাহিদ। ছবিটি শেয়ার করে শাহিদ লিখেছেন, ‘শুভ জন্মদিন আলি আব্বাস জাফর। খুব ভালবাসি ভাই।
সেটে তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ উত্তরে পরিচালক লেখেন, ‘ধন্যবাদ শাহিদ। লুকটা ফাঁস করে দিলে! খুব ভাল।’ শাহিদের ভুলে ছবিতে তাঁর লুকটা ফাঁস হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই বেশ রেগে গিয়েছেন পরিচালক।