ব্যক্তিগত সম্পর্কের জল্পনায় বরাবর লাইমলাইটে উঠে আসেন শ্রাবন্তী। এবার শীতকালের রোম্যান্টিকতায় ওমের কাছাকাছি আসতে দেখা গেল শ্রাবন্তীকে। খোলা জায়গায় পার্কের মধ্যে তাঁদের একসাথে দেখার পর স্পষ্ট তাঁদের জমজমাট রসায়ন।
বর্তমানে আসন্ন ‘ভয় পেও না’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ওম ও শ্রাবন্তী। এই সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তাঁরা। তবে এই ঘনিষ্ঠতা কিন্তু সিনেমার কোনো দৃশ্যের শুটিং নয়।
আসলে রিল ভিডিও করছিলেন ইন্সটাগ্রামের অনুরাগীদের জন্য। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ‘মাসাককলি’ ও ‘কুন ফায়া কুন’- এর মিশ্রিত আবহসঙ্গীত। শ্রাবন্তীর পরনে কালো স্যুট-প্যান্ট ও ওম পরে রয়েছেন নীল রঙা শার্ট ও ক্রিম রঙের প্যান্ট।
ভিডিওতে মিউজিকের সাথে হাত ধরে স্লো ডান্স করে পরস্পরকে জড়িয়ে ধরেছেন ওম-শ্রাবন্তী।
ভালোবাসায় ভরা মন জুড়িয়ে দেওয়া এই ভিডিও পোস্ট হওয়ার পর খুব কম সময়ে ভাইরাল হয়ে যায়। ওম ও শ্রাবন্তীর অনুরাগীদের পাশাপাশি আরও অনেকেই ভিডিওতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। তবে তাঁদের রসায়ন দেখে ওমের স্ত্রী মিমি দত্তের কমেন্ট নজর কেড়েছে সকলের। তিনটি ফায়ার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন তিনি।