দিল্লির রোহিনী জেলে অদিতি সিং নামে এক মহিলার থেকে ২০০ কোটি টাকা নেন সুকেশ চন্দ্রশেখর। আর তারপরেই নানা জেরায় তাঁর সাথে জ্যাকলিনের ঘনিষ্ঠতার কথা সামনে আসতে থাকে। সামনে আসতে থাকে।
সুকেশের আইনজীবী অনন্ত মালিকের পক্ষ থেকে সম্প্রতি একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। যেখানে সুকেশ দাবি করেছেন, তাঁকে যে ‘কনম্যান’ বা ‘ঠকবাজ’ হিসেবে লেখা হচ্ছে সেটা ঠিক নয়।
জানা যায় বলি অভিনেত্রীকে বেশ দামি দামি উপহারে ভরিয়ে তুলেছিলেন তিনি। সঙ্গে সুকেশ মেনে নিয়েছেন অভিনেত্রী জ্যাকলিনের সাথে তাঁর সম্পর্কের কথা। তাঁদের দুজনের ছবিও পাওয়া গেছে অন্তরঙ্গ অবস্থায়।
জানা গিয়েছে শুধু জ্যাকলিন নয় নোরা ফতেহি-র মতো কিছু বলিউড তারকার সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুকেশের। তাঁদেরকেও তিনি দামি দামি উপহার দিতেন। জানা যাচ্ছে স্পুফিং অ্যাপ ব্যবহার করে শিকারদের ফোন করতেন তিনি ও নিজেকে একজন সরকারি কর্মচারী হিসেবেই পরিচয় দিতেন।