একটি অবরোধ কর্মসূচীতে সামিল হয়ে ক্ষমতায় এলে তৃণমূল কর্মীদের এনকাউন্টার করার হুমকি দেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, ‘আমাদের সভাপতিকে পার্টি অফিসের মধ্যে ঢুকে মারতে চেষ্টা করা হয়েছে।
যারা তালিবান শাসনে বিশ্বাসী তৃণমূলের সেই সব হার্মাদদের বলে দিতে চাই আমরা ক্ষমতায় এলে এই সব পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে’। আর এই মন্তব্য ঘিরেই তৈরি হয় তীব্র বিতর্ক।
এবার এনকাউন্টার ইস্যুতে এবার বনগাঁর বিধায়কের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তৃণমূল আমার অনেক মন্তব্য নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝায়। তারা এটা বোঝাতে চায় যে আমি সব সংখ্যালঘুদের জেহাদি বলি।
কিন্তু আমি এপিজে আবদুল কালামের মতন দেশপ্রেমিক মুসলিমদের আমি সম্মান জানাই। কিন্তু আফজল গুরুর মতন যারা দেশকে টুকরো টুকরো করতে চায় তাদের জেহাদি বলি। তাই বিধায়ক কোন প্রসঙ্গে এই কথা বলেছেন তা জানতে হবে’।