Tokyo Olympics 2020: নীরজের সোনা জয়, পদক জয়ের তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

0
103
Tokyo Olympics 2020: নীরজের সোনা জয়, পদক জয়ের তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

Priyanka Pal, DNI: অলিম্পিক্সের পদক জয়ের তালিকায় ৬৬ নম্বরে ছিল ভারত। গতকাল নীরজ চোপড়ার সোনা জয়ের পর একধাক্কায় প্রথম পঞ্চাশে জায়গা করে নিয়েছে ভারত। আপাতত একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ নিয়ে ৪৭ তম স্থানে রয়েছে ভারত।

মীরাবাঈ চানু রুপো পদক জয়ের ফলে পদক তালিকায় ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। কিন্তু ক্রমশ পদক তালিকায় নীচের দিকে নামতে থাকে ভারত। শনিবার অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের পর পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এসেছে ভারত।

সোনার পদক গলায় নিয়ে নীরজ বলেন, “দ্বিতীয় থ্রোয়ের পর আমি জানতাম যে প্রথমের থেকে ভালো করেছি। আমি ভাবিনি যে আমি জিতে গিয়েছি। সেটা বিপজ্জনক হতে পারত। কারণ সেটার উপর নিজের সেরাটা দিতে পারবেন না। তারপর আমি অলিম্পিক্স রেকর্ডের (৯০.৫৭ মিটার, বেজিং অলিম্পিক্সে হয়েছিল) জন্য ঝাঁপাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিকল্পনামাফিক হয়নি। পরবর্তী লক্ষ্য ৯০ মিটার।”

অলিম্পিক্সের শেষ লগ্নে এসে শনিবার সোনা এবং ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। আগে বেজিং অলিম্পিক্সে ৫০ তম এবং লন্ডন অলিম্পিক্সে ৫৫ তম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে