WBBSE CLass 10 Exam Update: করোনার জেরে অনিশ্চিত মাধ্যমিক পরীক্ষা

0
111

দেশে বর্তমানে করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় দেশ তথা রাজ্য জুড়ে যে হারে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমন পরিস্থিতিতে আপাতত স্থগিত করা হল মাধ্যমিক পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, করোনার বাড়বাড়ন্তে তা অসম্ভব বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কিভাবে মার্কশিট পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল হচ্ছে তা নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পর্ষদ।

বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে দশম শ্রেণীর সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে আইসিএসই এবং সিবিএসই। এবার করোনার জেরে অনিশ্চয়তার মুখে মাধ্যমিক পরীক্ষা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে