দেখতে দেখতে একসঙ্গে পথচলার ২৬ বছর পার করে ফেলেছেন দুজনে। সিনেমার গল্প হার মানাবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে। পরিবারের কাছে লুকিয়ে ১৯৯৬ সালের অগস্ট মাসেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন দুজনে। এরপর সবকিছু জানাজানি হবার পর, চার হাত এক হয় দুজনের।
সম্প্রতি দাদাগিরির একটি প্রোমো পোষ্ট হয়েছে। জি বাংলার এই জনপ্রিয় শো-এর মঞ্চে হাজির , ‘বিয়ের দিন রাতে সৌরভ আমার জন্য এক সারপ্রাইজ রেখেছিল। লর্ডসে খেলতে গিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়ে সে যে সোনার ব্রিটিশ মুদ্রাটি পায় তাকে লকটে করে একটা মোটা সোনার চেন দিয়ে সুন্দর ডিজাইন করে রাতে সেটি আমার গলায় পরিয়ে দিয়েছিল’।
স্বভাবতই লজ্জায় লাল সৌরভ। হাসি মুখে তিনি বলে উঠেন, ‘সবটা পুনরুজ্জীবিত করছি, অনেক দিন হয়ে গেল তো’। হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ।