দর্শকদের কাছে বিষম পছন্দের ধারাবাহিক জি বাংলার মিঠাই। প্রথম দিন থেকেই টিআরপি লিস্টে রাজ করে চলেছে। সুন্দরী অভিনেত্রী আর হ্যান্ডসাম হিরোদের হাট একেবারে। আর এইজন্যেই আরও বেশী সমাদৃত হয় দর্শকমহলে, পাশাপাশি গল্পের মিষ্টতা তো রয়েইছে।
উচ্ছেবাবু আর মিঠাই রাণীর দুষ্টুদুষ্টু ঝগড়া আর মিষ্টিমিষ্টি প্রেম দেখতে দেখতে আপনারও প্রেম পেতে বাধ্য। আর সাথে রয়েছে ‘গোপাল হেলেপ’ মার্কা কমেডি।
তবে বাস্তবে কিন্তু উচ্ছেবাবু অতটাও গুরুগম্ভীর নন আর মিঠাই ও এত জ্বালাময়ী নয়। সেই প্রমানই পাওয়া গেল বিশেষ একটি সাক্ষাৎকারে। প্রকাশ্যে রাস্তায় তুইতোকারি করে কথা বলতে দেখা গেল সিদ্ধার্থ ওরফে অদৃত আর মিঠাইরাণী অর্থাৎ সৌমতৃষাকে।
ধারাবাহিকের মতোই বাস্তবেও গান বেশ ভালোবাসে মিঠাই আর উচ্ছেবাবু। অদৃত যে খুব ভালো গান গায় তা তো এতদিনে নিশ্চিত হয়ে গিয়েছে দর্শককুল। তবে মিঠাই রানিও কম যান না।
প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে আশিকি ২ সিনেমার গান ‘তুম হি হো’ গেয়ে উঠলেন মিঠাই। তাঁর সাথে গলা মেলালেন স্বয়ং সিদ্ধার্থও। তাদের এই গানের ক্লিপ মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।